শরীর দেওয়ালে ফেলছে সময় বয়সের ছাপ।
শুভ জন্মদিনে দিলাম তোকে শুভেচ্ছার গোলাপ। 

অভিজ্ঞতার বৃত্ত বড় হোক আরও সমৃদ্ধ হোক জীবন। 
সমস্যার সাম্রাজ্য শাসন করুক সাহস। ঘটুক উত্তরণ।

লড়াই করা জীবন যাদের, জয় তাদের নিশ্চিত।
ভালোবাসার বসন্ত আসুক সরে যাক হতাশার শীত।

মন লাটাই ছাড়ুক ইচ্ছে সুতো উড়ুক সুখের ঘুড়ি।
নতুন রোদের আদরে পাপড়ি মেলুক সব স্বপ্নের কুঁড়ি।

সততার সৈকতে চিরদিন রাখিস তুই নৈতিকতার ঢেউ।
একাই ভাসাস জীবন ভেলা; পাশে নাই বা থাকল কেউ।

বয়স শুধু সময়ের স্বাক্ষর। হোক জীবনের সাথে আলাপ।
শুভ জন্মদিনে দিলাম তোকে শুভেচ্ছার গোলাপ।


########
(*কবিবন্ধু শ্রীসঞ্জয় ঋজু-র উদ্দেশ্যে।।)