নীরবতার কাছে ভালোবাসা বাঁচে,
ভালোবাসারই কাছে সুর,
কিছু স্পর্শতায় আজও তো ফোটে
মনের ভেতর স্বপ্নের অঙ্কুর।
অভিমানের ঘাটে অনুরাগের তরী
যদি ফেলে আশার নোঙর,
দূরে কি আর সরে থাকা যায় বলো
ডুব দিই তাই তোমার ভেতর।
বুকের খাতায় সুখের কবিতা লিখি
হৃদয় জুড়ে আজও আছো তুমি,
ও ঠোঁটে জ্বালিয়ে রেখো হাসির প্ৰদীপ
আমিও পেরিয়ে যাবো মরুভূমি।