তোমার মুখে রঙের আকাশ
তোমার ঠোঁটে রঙের নদী,
খুব কি বাড়াবাড়ি হবে ?
তোমার ভেতর ডুব দিই যদি।

তোমার কণ্ঠে কোকিল বাঁচে
হওয়ারা নাচে তোমায় ঘিরে,
খুব কি অভিমানী হবে  ?
যদি আসি তোমার হৃদয় তীরে।

তোমার চোখে রোদের ছটা
বুকের বাগানে ফাগুন উৎসব,
খুব কি বেশি চাওয়া হবে ?
যদি বাঁধতে চাই নতুন সংস্রব।

তোমার হাতে কোমল ছোঁয়া
মৃত স্বপ্নগুলো হয় জীবন্ত,  
খুব কি রাগ করবে তুমি  ?
যদি তোমায় নাম দিই বসন্ত।



     ***d****