হৃদয়ে সেদিন ছিল ভয়
তুই কাছে এসে দিলি বাঁধভাঙা প্রশ্রয় ।

আঙুলের ফাঁকে জড়ালি আঙুল
জন্মালো কিছু এলোমেলো টুকরো ভুল।

বললি- যা হবে হোক!
আরও রঙিন স্বপ্নে সাজলো দুটি চোখ।

ঠোঁটের কিনারে ফুটলো হাসি।  
তোকে হাঁটু মুড়ে বলেই দিলাম- ভালবাসি।

তুই ঠোঁটে রাখলি ঠোঁট
ছন্নছাড়া কামনারা বুকে বাঁধলো এক জোট।

কথা দিলি থাকবি পাশে চিরদিন
দুঃখ গুলোকে বশ করতে বাজাবি সুখের বীণ।

আজ তুই কোনখানেতে কোথায় রে ?
চোখের পাতায় ঘুম নামে না তোকেই শুধু ভাবছি রে।

আজ ফুটেছে পলাশ এসেছে ফাগুন
একা একা ভাল্লাগে না, চাইছি তোর ভালোবাসার আগুন।
      
        *******