এক আইনের পর চাপছে আর এক আইনের রান্না।
নিয়ম-শৃঙ্খলার খন্তা নেড়ে পরিকল্পনার পর পরিকল্পনা।
পাখিদের রাজার উদাসীন ঘোষণা হাওয়ায় গা এলিয়ে ভাসে-
সামঞ্জস্যপূর্ণ সমতা রাখা হবে এবার পোকামাকড়'দের উপর।
আর তারা অত্যাচারিত হবে না, নিগৃহীত হবে না।
নির্ভয়ে এখানে ওখানে স্বচ্ছন্দ বিচরণ করতে পারে।
পাহারাদার ফিঙেরা বিষয়'টা দেখার দায়িত্ব পেয়ে
মেহগনি গাছের উপর বসে তাই নজর রাখে সব দিক।
তবুও
ভর দুপুরে কাঠঠোকরা'দের ঠোঁটের ঠোক্কর এসে পড়ে
কাঠ পোকাদের দরজায়, তাদের ভয় দেখিয়ে
দখল নিয়ে গড়ে তোলে নিজেদের বাসা।
বাজ পাখির করাল দৃষ্টিতে কেঁপে ওঠে শুঁয়োপোকার বুক।
যন্ত্রণা বুকে নিয়ে বাবুই-এর বাংলোয় আলো দিতে দিতে
মরে যায় আজও কত কুমারী জোনাকি।
*************
প্রকাশিত- হফতা উসুল ১৩৩।