তিন মুঠো খুদ
আসলে একটা গোলা বারুদ
উড়িয়ে দিতে জানে অন্যায়ের ঘাঁটি।
তিন মুঠো খুদ
চেতনায় ফোটায় রক্তকুমুদ
ছিনিয়ে নিতে জানে বন্দুক চাবুক লাঠি।
তিন মুঠো খুদ
শত্রুকে করে নাস্তানাবুদ
ডাক দেয়― এসো আগুন হয়ে ছড়িয়ে পড়ি।
তিন মুঠো খুদ
আসলেই বিপ্লবের উষর্বুুধ
হাসি মুখে গলায় পরতে পারে ফাঁসির দড়ি।
তিন মুঠো খুদ
মুক্তির সংগ্রামেই বুঁদ
শেখায় শিরদাঁড়া সোজা করে বাঁচতে।
তিন মুঠো খুদ
স্বাধীন হয়ে ওঠার ওষুধ
মিশে থাকুক প্রতিটি ভারতবাসীর রক্তে।