সফর শেষে টিকিটের মতো
আমি এখন গুরুত্বহীন তোমার কাছে ।
আনায়াসে তাই দুমড়ে মুচড়ে
এক কোণায় ফেলে যাচ্ছও তুমি।
অথচ কিছুক্ষণ আগেই
আগলে রেখেছিলে কত না যত্নে
কত না নিরাপত্তায় ।
চোখে চোখ রেখে পড়েছিলে
এ প্রাণের ভাষা ।
তবে এখন তোমার এ অবহেলায়
কোনো কষ্ট নেই আমার ।
তুমি তো বারে বারেই
পৌঁছাতে চেয়েছো গন্তব্যে,
আর আমি পৌঁছে দিয়েছি সঙ্গী হয়ে।
আজ তাই অবহেলা কে আড়াল করে
টিকিটেরই মতো বলছি―
তোমার যাত্রা শুভ হোক । সবসময় ।