ক।

হৃদয় ঘাটটা আজও শূন্যতার নকশা কাটে  
প্রেমের তরী অন্য বন্দরে দিয়েছে পাড়ি।
সব স্বপ্ন তো সারতে পারে না পূর্ণতার পুণ্যস্নান,  
সুপুরি গাছের মতো দাঁড়িয়ে থাকে অপেক্ষার সারি ।।  


খ।

কোনো আক্ষেপ নেই, কথা না বলো যদি।
জেনো সাগরের বুকেই কিন্তু এসে মিশে নদী।

গ।

ঘড়ির কাঁটায় রাত্রি বাড়ে
ঘুম চুরি করে নেয় ফেসবুক ।
তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকা  
একপ্রকার ভালোবাসারই অসুখ । ।

ঘ।

অভাব তো নিত্য দিনের ! কী লাভ আর চোখের জলে।
লাল আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়াকেই জীবন বলে।



             *****