দু'পাশে খিদের বসতি
কোলাহল চিৎকার চেঁচামেচি

মাঝে চলে গেছে একটা সরু পথ

সাদা পোশাক পরা এক সন্ন্যাসী
বাঁশি বাজাতে বাজাতে এ পথ দিয়ে
শুধু হেঁটে গেলে

সব শান্ত হয়ে যায়
ছড়িয়ে পড়ে বিদীর্ণ মাটির বুকে
বৃষ্টি নামার মতো স্বস্তি ।

✍️১৫.০৫.২০২০