দুটি চোখের উপর আজ খাঁ খাঁ রোদ  
হৃদয় জমিন শুকিয়ে হয়েছে মরুভূমি,  
পারলে এক পশলা বৃষ্টি হয়ে এসো
নতুন করে আবার স্বপ্ন দেখাও তুমি।

ভালোবাসারই কাছে বিশ্বাস বাঁচে    
বিশ্বাসের মাঝে বাঁচুক আমাদের ঘর,
পারলে সম্পর্কেরই সিঁড়ি বেয়ে এসো  
হাতে হাত রেখে প্রতিরোধ করব ঝড় ।  

ভুল বোঝাবুঝি হয়তো বা ছিল কিছু
তাই বলে কি প্রেমের যাত্রা হবে ভঙ্গ ?
পারলে ঝুরো ঝুরো বসন্ত হয়ে এসো  
রাতের পিঠে কাটব আলোর সুড়ঙ্গ ।

কে চায় বলো তো বুকে দূরত্বের ক্ষত ?    
কিংবা স্মৃতিরা হোক শূন্যতার হৃৎপিণ্ড!
পারলে মন আকাশে চাঁদ হয়ে এসো
ছুঁড়ো না আর অভিযোগেরই উল্কাপিণ্ড ।  

তুমিই আমার প্রথম প্রেম প্রথম ফাগুন
প্রথম খুঁজে পাওয়া রঙিন সুখের স্বাদ,  
পারলে অভিমানের বরফ গলিয়ে এসো  
তোমার স্বপ্নেই করব জীবনের অনুবাদ।  


             &&&a&&&&