আমরা ঈশ্বর বুঝি না
আমরা আল্লাহ বুঝি না
আমরা গডও বুঝি না !
পাওয়ার টিলারের ফালের মতো
যখন পেটে আঁচড় টানে ক্ষুধা,
অসম্ভব যন্ত্রণার দমকা হাওয়ায়
যখন চোখে পর্ণমোচী বৃক্ষের
পাতার মতো ঝরে অশ্রুরা...
আমরা তখন শুধু তোমাকেই বুঝি ।
হ্যাঁ, তোমার সংগঠনকেই বুঝি ।
মহাসংকটের এই দুর্দিনে
তোমাদের বাড়িয়ে দেওয়া
একমুঠো ভাতই আমাদের স্বর্গ ।
✍️১৬.০৪.২০২০