শত রক্ত দিয়ে স্বাধীনতা তোমায় পেলাম
নিকানো উঠোন হলো নতুন ভোরে শুদ্ধ,
মনে তবু ভাসছে দুশ্চিন্তার কালো মেঘ
শেষ হয়নি এখনো তো রক্তক্ষয়ী যুদ্ধ।
সীমান্তে আজও চলে গুলির লড়াই
একের পর এক শহীদ দেশের জওয়ান,
হিংস্র শত্রুরা ছোঁড়ে বোমা বুলেট বারুদ
কেড়ে নেয় কত শত তরতাজা প্রাণ।
দুটি চোখের কোণে নীরবে বৃষ্টি নামে
পাশ দিয়ে একলা বয়ে যায় রক্তের নদী,
তবু আমরা স্বীকার করব না পরাজয়
এগিয়ে যাবো শেষ নিঃশ্বাস অবধি।
পতাকা জুড়ে জেগে থাকুক তাঁরা
দেশের জন্য অকালে প্রাণ দিলো যাঁরা,
এসো গানে গানে আজ করি স্বরণ তাদের
হৃদয়ে প্লাবিত হোক স্বদেশপ্রীতির ধারা।