হাতের উপর হাতটি রাখো
দ্যাখো আজ সবকিছুই সম্ভব,
তুমিই আমার প্রথম দ্যাখা
বসন্ত উৎসব।
চোখের উপর চোখটি রাখো
দ্যাখো ছুঁয়ে যাবে রঙিন অনুভব,
তুমিই আমার প্রথম চাওয়া
তুমিই আমার সব।
ঠোঁটের উপর ঠোঁটটি রাখো
দ্যাখো গলবেই জড়তার বরফ,
তুমিই আমার পাহাড়ি নদী
ঝর্ণার কলরব।
মনের উপর মনটি রাখো
দ্যাখো আরো দৃঢ় হবে সংস্রব,
তুমিই আমার ফাল্গুনী চাঁদ
সুখের বৈভব।