দূরে আছো
তবু জুড়ে আছো বুকে ।
অনেক দিন হলো
ভুগছি তোমায় না দেখার অসুখে ।
সরে আছো
হয়ে আছো ভীষণ চুপচাপ ।
তোমার কথা ভাবতে ভাবতে
চোখের কোণে বৃষ্টি নামে টুপটাপ।
ইচ্ছে হাজার
তোমায় পাওয়ার আজও ।
অনেক হলো লুকোচুরি
এবার একটু মনের কথা বোঝো।
ভালোবাসি
পাশাপাশি হাঁটতে চাইছে মন ।
বলো কবে
আমাদের আবার দেখা হবে সুজন ?