যতটা পারিস আকাশটাকে বড় করিস
উড়াস ইচ্ছে মতো ভালোবাসার ঘুড়ি,
বুকের বাগানে রাখিস বিশ্বাসের রোদ
ফোটাস শত শত রঙিন স্বপ্নের কুঁড়ি।
ভালোবাসার বিশেষ কোনও দিন হয় না
শুধু দুটি হৃদয় বন্ধনের বৃত্ত হয় পূর্ণ,
সব খুশিরা ঝরে পড়ুক মনের উঠোনে
তোকে দিই আমার শুভেচ্ছার নক্ষত্র চূর্ণ।
সুখে থাকিস দুটি চোখে রংধনু আঁকিস
প্রেমের পরাগে লিখিস জীবনের পদ্য,
হৃদয় মন্দিরে পুজো করিস শুধু তারই
যাকে মনে প্রাণে করেছিস আরাধ্য।
সব সম্পর্কেই অল্প চড়াই উতরাই থাকে
হাঁপিয়ে উঠলে ফেলিস ধৈর্যের তাঁবু,
আঁধার যতই ঘন কালো হোক না কেন
প্রিয় আলোই তোকে পথ চেনাবে তবু।
বাইরে আজ বৃষ্টি ভীষণ রোমান্টিকতার
মোহনা মিলনের উৎসব সাজায় সময়,
তোর সিঁথি বেয়ে হেঁটে গেছে যে রাঙা পথ
ললাটে উঠেছে যে সূর্য; তা হোক অক্ষয়।