চোখের পাতায় বৈশাখী দিন
মন ভরুক আজ কৃষ্ণচূড়া ফুলে,
সব সুখের তরী নোঙর ফেলুক
তোমার শান্ত হৃদয় উপকূলে।
সমৃদ্ধির আকাশে শুকতারা থাক
ইচ্ছেরা যাক পূর্ণিতার দিকে উড়ে,
জীবনের ডানায় বয়সের পালক
প্রতিবার এভাবেই যাক জুড়ে।
অভিজ্ঞতার বৃত্ত বড় হোক আরও
সমস্যাগুলো গোটাক তার তাঁবু,
যে সম্পর্করা অভিমানী নদীর মতো
তাদেরও দিও ভালোবাসা তবু।
সাতরাঙা স্বপ্ন সত্যি হোক তোমার
দীপ হাতে দাঁড়াক সাফল্যের আলাদিন
একমুঠো রোদ দিয়ে সবুজ পাতায়
লিখে দিলাম ― শুভ জন্মদিন ।