আগুনটা গতি পাচ্ছে না,
জ্বলতে পারছে না ঠিক মতন ।
বুকের কাছে
আটকে আছে গুঁড়ো, ভীরুতার ।
এখন একটা স্টোভের পিন চাই ।
যে খুঁটিয়ে দিয়ে
প্রেরণা দিয়ে
নেতৃত্ব দিয়ে আগুন কে বলবে―
এবার ছড়িয়ে পড়ো
এক মুঠো ভাতের জন্য ।
এক মুঠো সমতার জন্য ।