চারিপাশে বইছে উন্মত্ত ঝড়!
উড়ে যাচ্ছে একটার পর একটা
সাদা–কালো পৃষ্ঠা।
এখন এলোমেলো ছন্নছাড়া
পৃষ্ঠাগুলোকে একসাথে করার জন্য
একটা স্টেপলার চাই।
যে স্টেপলার
ওদের বুকে ভরসার পিন পুঁতে বলবে―
একসাথে বাঁচতে শেখো।
প্রতিরোধ করতে শেখো ঝড়কে। একতায়।
***************
পত্রিকা- যদি জানতে