গাছটা ফুলে-ফলে ভর্তি ।
পাতায় পাতায় হাসছে রোদ্দুর ।
পাখি আসে, প্রজাপতি আসে,
ভ্রমর-পথিকরাও আসে । খুশির ঘ্রাণ মাখে।
আবার চলেও যায় দূরে।

এমন কী তুমিও
সবার মতই  দু'চোখে আনন্দ ছেঁকে নিয়ে
চলে গেলে ঘরে।

তবে কখনো পারলে
গাছের নিচের মাটিতে একবার কান রেখো―
হয়তো বা শুনতে পাবে শিকড়ের কথা।
হয়তো বা জানতে পারবে―
সব সৃষ্টির আড়ালেই থাকে একটা কান্না।
একটা সংগ্রাম ।

        ********

(বাংলা কবিতা আসরে যাত্রা শুরু করে ছিলাম ৮/১২/২০১৩-তে দেখতে দেখতে আজ পাঁচ বছর হাঁটা হয়ে গেল কবিতার হাত ধরে। এমন একটা পরিবারে থাকতে পেরে সত্যি ভীষণ খুশি। পরিবারের সকলকে তাই আমার আন্তরিক ধন্যবাদ ভালোবাসা শ্রদ্ধা প্রণাম। )