হতে পারেন আপনি মহান কিছু
হতে পারেন বিরাট বিজ্ঞ,
তবে আপনার ব্যবহার বলে দেয়
আপনি কিসের যোগ্য।
সব চেয়ারে মানায় না সবাই কে
তবুও কাক হয়ে যায় কোকিল,
মৌমাছিরা তো একসাথে দংশাবেই
যদি তাদের চাকে মারো ঢিল।
আপনার শিক্ষা আপনার থাক !
কী ভাবে জ্বালবে আর প্রজ্ঞার মশাল?
মনের ভেতর যদি রাখেন অহংবোধ
ছড়িয়ে যদি রাখেন দুর্গন্ধ জঞ্জাল ।
সাদা প্রজাপতি আপনি হননি আজও
হয়ে আছেন বিষাক্ত শুঁয়ো,
যাচাই করলে হয়তো বা দেখা যাবে
আপনার অনেক সার্টিফিকেটই ভুয়ো।
শিক্ষার নামে আজও ভিক্ষাবৃত্তি
সেমিস্টার শেষে গুনে নেন টাকা,
সত্যের সামনে দাঁড়াতে সাহস লাগে
জেনও- গর্জনে গাফিলতি যায় না ঢাকা।
ভুল করেছেন আপনি ও আপনারা
তাই সমাধান করতে হবে আপনাদের,
নয়তো সবার গুপ্ত মনের সুপ্ত আগুন
আবারও জ্বলে উঠবে ফের ।
✍️ নীরব দুপুর
১৮/০৯/২০১৯