কাঁকড়ার দাঁড়ার মতো অস্ত্র দিয়ে
ওরা কন্ঠ চেপে ধরলেও!
আজ এ কন্ঠ জ্বালামুখী হবেই।
বুলেট বৃষ্টির মতো ওরা হুমকির
তপ্ত পাথর ছুঁড়লেও!
আজ এ চোখ উল্কাপিণ্ড হবেই।
বুকের পাঁজর ভেঙে হৃৎপিণ্ড টাকে
ওরা লেবুর মতো নিকড়ালেও!
আজ তা বিষ্ফোরিত হবেই।
গাছের ডালের মতো নির্দ্বিধায়
ওরা এ হাতটা ছেঁটে দিলেও!
কলম কিন্তু মিসাইল হবেই।
সমস্ত ভীতিকে দাফন করে
চেতনার মাটিতে গড়ে উঠবে
আজ সাহসিকতার ভিত ।
সমস্ত অসম্ভবতা কে চূর্ণ-বিচূর্ণ করে
কেশর ফোলাবে প্রতিবাদ।