যুদ্ধটা শুরু হয়ে গেছে বন্ধু
এখন তুমিও একজন সৈনিক ।
জানি মানবে সকল নির্দেশিকা
ঘুরবে না আর এদিক ওদিক।
চৌকাঠে অদৃশ্য শত্রুর হানা
হইও না একটুও ভীত সন্ত্রস্ত ।
জেনো―তোমার সচেতনতাই
তোমার সব থেকে বড় অস্ত্র ।
কষ্ট হবে ! জানি কান্নাও পাবে
বিষাদে ভরে উঠবে হৃদয় ।
এই অনাহার এই দিনযাপন
আনবেই নতুন সূর্যোদয় ।
সজাগ থেকো সতর্ক থেকো
দূরত্ব রেখো একটু পারস্পরিক ।
আসলে যুদ্ধটা শুরু হয়ে গেছে বন্ধু
এখন তুমিও একজন সৈনিক ।