বড় দিদির মাথায় চুল চিরে চিরে
উকুন বাছছে মেজো বোন।
মেজো বোনেরও মাথায় উকুন বাছছে
সেজো বোন। একই ভাবে
সেজোর পেছনে ছোটো।
আর ছোটো বোনের পেছনে বড় দিদি।
একটা বৃত্তে আবর্তিত হচ্ছে সব।
কার পক্ষে যাবে তুমি ?
সবার মাথায় তো উকুন ভর্তি !
কাকেই বা বলবে ভালো ?
তার চেয়ে চলো-
একটা প্রতিবাদের চিরুনি দিয়ে
ওদের সবার মাথা থেকে যতটা সম্ভব
উকুন ঝাড়ানো যায়; সে দিকে নজর দিই ।
************