দেহের ভূ-পৃষ্ঠে ছড়ানো ছিটানো
জমাট বাঁধা ময়লার স্তূপ!
যে স্তূপের উপর জাঁকিয়ে বসে
দলবদ্ধ দুর্গন্ধের আড়ত ।
বেচাকেনা হয় চোরাপথে জীবাণু ।
অথচ এই সমস্ত আবর্জনা কে
নিত্য পরিষ্কার করতে করতে
একটু একটু করে ক্ষয়ে যায়
সাবানের জীবন ।
সুস্থতার সুগন্ধ ছড়িয়ে দিতে
মেনে নেয় ত্যাগ ।
******