প্রাণেরই মাঝে প্রজ্ঞার প্রদীপ তুমি
চেতনায় জ্বালো চৈতন্যের চকমকি,
স্নেহের শিকড়ে বাঁধো সম্পর্কের মাটি
ছড়াও অন্তরে শত আশার জোনাকি ।
অন্যায়ের সাথে আপোষ নয় কখনো
হৃদয় মাঝে জাগাও রণকণ্ঠস্বর,
জীবন সমুদ্রের নির্ভীক নাবিক হয়ে
সরিয়ে দাও ভীরুতা, বুকের ভেতর।
কখনো আঁধার ঘন দুটি চোখে নিচে
টেনে দাও তুমি ভরসারই কাজল,
হতে শেখাও আচারে কিংবা আচরণে
পরিশীলিত পরিমার্জিত সুশৃঙ্খল ।
অজ্ঞানতার আঁধার দূর করো তুমি
করো মানবতারই পাঠে উজ্জীবিত ।
তোমার শিক্ষায় তোমার আদর্শে
আজও শত স্বপ্নরা হয় অঙ্কুরিত ।
শিক্ষার আকাশে পূর্ণিমার প্রভা তুমি
বিনম্র শ্রদ্ধা জানাই শঙ্খ প্রদীপ ধূপে,
শত শত অর্জুনের জন্ম দাও তুমি
যুগে যুগে দ্রোণাচার্য রূপে ।