কে ধনী কে গরীব
কে হিন্দু কে মুসলিম কিংবা কে খ্রিষ্টান
ও সব দেখে না সে ।
দেখে না― কে কী পোশাক পরলো
কে কোন চোখে তার দিকে তাকালো।
শুধু তাঁর কাছে
আজও যে মানুষগুলো এসে বসে;
সে তার স্নেহের শীতল হাওয়ায়
জুড়িয়ে দেয় সবার প্রাণ।
ছড়িয়ে দেয় ভালোবাসার পরাগ।
শিখিয়ে দেয় যেনো এক উদারতার বাণী।