প্রথম সুইচের গায়ে লেখা―
আলো । উত্তাপ ।  দোস্তি ।  
দ্বিতীয় সুইচের গায়ে―
শিক্ষা । স্বাস্থ্য।  স্বস্তি ।  
তৃতীয় সুইচের গায়ে―
সুখ । শান্তি । সম্প্রীতি ।
চতুর্থ সুইচেও একই ভাবে লেখা―
খাদ্য-বস্ত্র-বাসস্থানের প্রতিশ্রুতি ।

লোকটি অনেক ভেবে
একটা সুইচ টিপতেই
দেখল- খানিক বাদে উড়ে গেছে
গণতন্ত্র নামক ফিউজ ।

বুঝল, স্বার্থবাদের জলে ভিজে
শর্টসার্কিট হয়ে আছে সুইচ বোর্ড ।

     ***********

(সংস্থিতা )