কাল থেকে আপনার দেওয়া সাইকেলটা
চড়বে না ও আর!
কাল থেকে আপনার দেওয়া চাল ফুটিয়ে
ও আর খাবে না কোনও ভাত। কিংবা
আপনার দেওয়া স্কলারশিপের টাকায়
ওকে আর চালিয়ে যেতে হবে না পড়াশুনাও।
ও এখন পলিথিনে মোড়া
কামনার কাঁকড়াবিছায় নৃশংস ভাবে দংশিত
রক্তাক্ত ক্ষতবিক্ষত একটা বছর কুড়ির লাশ।
যার মায়ের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে
অসুরক্ষিত একটা সমাজ ব্যবস্থা।
যার বাবার খাঁ খাঁ করা শূন্য বুকে দাঁড়িয়ে আছে
অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি।