বুকের রক্তে কলম ডুবিয়ে
আগুন বিছানো পথ মাড়িয়ে
হেঁটে যাবো সহস্র মাইল সহস্র ক্রোশ।
তোমাদের হুমকি কে ভয় পাই না
সঙ্গে আছেন শঙ্খ ঘোষ।
শব্দের গায়ে শব্দ ঠেকিয়ে
সুপ্ত চেতনার চকমকি জ্বালিয়ে
তুলব ফণা মারব ছোবল করব ফোঁস।
তোমাদের রক্তচক্ষু কে ভয় পাই না
সঙ্গে আছেন শঙ্খ ঘোষ।
বুকের হাড়কে অস্ত্র বানিয়ে
রক্ত- কান্নার সাগর পেরিয়ে
খুলব ওই রঙ মেশানো মুখের মুখোশ।
তোমাদের বর্বরতা কে ভয় পাই না
সঙ্গে আছেন শঙ্খ ঘোষ।
হয়তো লাশ হবো চুল্লিতে শোবো
হবো না ক্রীতদাস তবুও,
করব না অন্যায়ের সাথে আপোশ।
তোমাদের খড়্গ কে ভয় পাই না
সঙ্গে আছেন শঙ্খ ঘোষ।
গণতন্ত্রের গলা কেটে
মাথায় উন্নয়নের তকমা এঁটে
যতই করো সন্ত্রাস যতই ছড়াও অসন্তোষ।
তোমাদের চোখে চোখ রেখে করব লড়াই
সঙ্গে আছেন শঙ্খ ঘোষ।
***********