আকাশের গায়ে দেখছি মেঘের আঁশ
বৃষ্টি তোকে বলব না আর ভালোবাস্ ।
পুকুর পাড়ে ডানায় মুখ গোঁজা ঘুমন্ত হাঁস
বৃষ্টি তোকে বলব না আর এ দিকে তাকাস ।
ভাঙা গাছে ভাসছে ভেজা ফুলের সুবাস
বৃষ্টি তুই খুব খুব ভালো থাক যেমনটি চাস ।
সবুজে সবুজ হয়েছে আজ চারিপাশ
বৃষ্টি তুই সারাক্ষণ নতুন মাটিকেই ভেজাস ।
একলা ঘরে এ 'শেষ চিঠিটা' লিখছি তোকে
বৃষ্টি, কিছু রঙিন স্বপ্নছিল আমারও চোখে ।
ভিজতে তো চেয়েছিলাম আমিও সারাজীবন
নতুন এক আকাশ কে তুই করলি আপন ।