পরীক্ষাগারে ব্যাঙের মতো এখন
কাটা হচ্ছে প্রয়োজনীয়তার পৌষ্টিকতন্ত্র ।
অনাহারের দিকে তাকিয়ে আছে
লাল আগুন চোখ ।  
তাচ্ছিল্যের তটভূমিতে পড়ে আছে
সহিষ্ণুতার শব ।

বঞ্চনার ব্যারিকেড ভাঙতে চাওয়া
প্রতিবাদের পেছনে
ছুটছে গ্রেফতারি পরোয়ানা ।  

তবুও
বুকে সাহসিকতার শেকড় চারিয়ে
এ ছেঁড়া ফাটা সভ্যতাকে
সেলাই করতে করতে এগিয়ে চলুক কলম ।