একটা খোলা সেফটিপিনের নীচে থাকা
ছোট্ট শূন্যতার মতো
প্রতিটি মানুষের ব্যক্তিগত একটা
শূন্যতা থাকে।

যা সবার সাথে জুড়ে থাকলেও
কখনো ভরাট হয় না।