কিছু মানুষের জীবন
ফিতা ছিঁড়ে যাওয়া জুতোর নীচে লাগানো
সেফটিপিনের মতো।

যতই অন্যের উপকার করুক
আঘাতে জর্জরিত তাকে হতেই হয়।

তবু সেফটিপিন মুখ বুজে থাকে
তার মহৎ গুণে।