কিছু মানুষের কথা
খোলা সেফটিপিনের মতো ছুঁচালো।

কখন যে কিভাবে গেঁথে যায়
আমরা বুঝতেও পারি না।

কান্না ক্ষরণ একসময় থেমে গেলেও
ব্যথা থাকে অনেকদিন।