সুস্থতার গ্রিল ভেঙ্গে আতঙ্কবাদীর মতো  
সাম্রাজ্য বিস্তার করছে সন্দেহ !  
কীর্তির কোটরে বাসা বাঁধছে কুৎসা।

তুমি ভালো ! তুমি সৎ ! তুমি ঋতব্রত !  
বোঝাবে আজ আর কাকে ?  

যাকেই বোঝাবে সেই-
সততার উপর নিন্দার নুন ছিটিয়ে
হিংসার হলুদ গুঁড়ো মাখিয়ে
মাছের মতো ভাজবে অপবাদের তেলে।
  
তার চেয়ে বরং দিনের শেষে
নিজেই নিজেকে সততার সান্ত্বনা দিয়ে;
ঘুমিয়ে যাও নতুন ভোরের
আলোর পাপড়ি মেলার প্রতীক্ষায় ।