মুখে কোনও মাস্ক নেই
শারীরিক কোনও দূরত্বের বালাই নেই
নেই পরিস্থিতির উপর ভ্রূক্ষেপও
আবির মেখে জয়োল্লাসের সাথে
ডি জে মিউজিক মিশিয়ে
রঙিন জল আর মাংসে পেট ভরিয়ে
ওরা যেন একসাথে নাচতে নাচতে বলছে―
এখানে ভাইরাস-টাইরাস বলে কিছু নেই,
আজ সব ভাইরাসের গুষ্টির কাঁথায় আগুন।
আগামীকাল থেকে ঠিক শশ্মানে যাবো
না না থুড়ি, সচেতন হবো।