ভাঙাচোরা বিপন্ন সভ্যতার উঠোনে
অসুস্থতায় জর্জরিত হয়ে
ঝড়ে বিধস্ত ধানগাছের মতো শুয়ে আছে গণতন্ত্র।।
হিংসা সন্ত্রাস ধর্মান্ধতা স্বৈরতন্ত্রের অশ্বের মতো
দাপিয়ে বেড়াচ্ছে তার শরীরের রন্ধ্রে রন্ধ্রে।
বৈরিতার বিষাক্ত বিষ ছড়িয়ে দিচ্ছে
অলিন্দ থেকে অলিন্দে।
ভরসা বলতে এই
এখনো কিছু মানবিকতা তার সহানুভূতির আঙুল দিয়ে
কপালে বিছিয়ে দিচ্ছে ভালোবাসার জলপট্টি।
সুস্থতার সকাল দেখার প্রত্যাশায়।