মশলাপাতি রাখার সব কৌটো ভর্তি।
ফ্রিজের কোনও তাকে একচুলও জায়গা নেই
মজুত মাছ মাংস ডিম সবজি।
চাল ডাল আলু তেল যা আছে মোটামুটি
দিব্বি চলে যাবে একমাস।
যাক নিশ্চিন্ত!!
এখন আর আমার কোনও কাজ নেই!
এসি ঘরে টাইমে খাওয়া ঘুমানো
আর ইউটিউবে সিনেমা দেখা ছাড়া।
জানালার কাঁচটা টেনে দিই দাঁড়ান।
পাশের বাড়ির অভাবে না খেতে পাওয়া বাচ্চাটির
আত্মচিৎকারে আমার কী এসে যায়।