চোখের সামনে গহীন আঁধার
বাঁচার উপায়গুলো ভীষণ অল্প,
তবুও জ্বালাও মোমবাতি প্রদীপ
করো লড়াইয়ের দৃঢ় সংকল্প ।

সামনে আরও ভয়ঙ্কর দিন
মৃত্যুর সংখ্যা ক্রমশ মাত্রাছাড়া,
সামাজিক দূরত্ব কে সঙ্গী করেই
সোজা থাক ধৈৰ্যের শিরদাঁড়া ।

আসবে অভাব নামবে কান্না
যন্ত্রণা দিয়ে বোনা হবে দিন,  
তবুও ঠিক জ্বালাবে সাফল্যের প্রদীপ
আমাদের আত্মবিশ্বাসের আলাদিন ।

লকডাউন থাক আরও কিছুদিন
চোখ থাক সরকারি নির্দেশিকায়,
মনে রেখো― সচেতনতার দ্বারাই
এ সংক্রমণ রুখে দেওয়া যায় ।

আতঙ্ক আর্তনাদ দেখো একদিন
জীবন থেকে ঠিকই নেবে বিদায়,
আজকের এ লড়াইয়ের সংকল্প
পৃথিবীকে ভরিয়ে দেবে সুস্থতায় ।

✍️০৭.০৪.২০২০