প্রতিটি সম্পর্ক আসলে এক একটা বই
সাজানো থাকে হৃদয়ের গ্রন্থাগারে

আজকাল আমরা খুব একটা বই পড়ি না
তার পৃষ্ঠা থেকে ছেঁকে নিই না
আনন্দ খুশি সুখ

বইগুলোর উপর তাই দূরত্বের ধুলো জমে
ভেতরে বাসা বাঁধে অবহেলার পোকারা ।

             *****