থেঁতলানো সন্ধ্যার বুকে
আজও পড়ে থাকে কিছু আশার জোনাকি বীজ।
কাস্তে-কোদাল-বেলচার পাশে
ঘুমিয়ে যায় আধ পেটা ক্ষুধার তৃষ্ণা।
ঘুমিয়ে যায় দূর গাঁয়ে থাকা
সন্তান-সন্ততিদের হাহাকারের কান্না।
ওরা ভাবে মেঘের বাগানে এবার অন্তত
ফুটে উঠবে চাঁদ,
পাপড়ি মেলবে জোছনা
দেবে একটুখানি সহানুভূতি।
কিংবা ছড়িয়ে দেবে ভালোবাসার গন্ধ ।
অথচ পরক্ষণেই পেঁচার টহলদারী
বিদ্যুৎ চাবুক নিয়ে হাঁটে মেঘেরা ।
ওরা ঘরে ফিরে
দেখে― গণতন্ত্রের কুলুঙ্গিতে
নিভে গেছে সাম্যবাদের প্রদীপ।