মন ভোলানো পাহাড়ি নদীর মতো
সান্ত্বনার স্ফটিক জল আছে
চোখ ভরানো ভোরের মতো
আশ্বাসের আলো আছে
প্রাণ জুড়ানো দক্ষিণার মতো
পরিসেবার বাতাস আছে
আছে প্রতিশ্রুতির মাটিও
তবু অনেকদিন হল
আমাদের ডিসের থালায় ফুটছে না
ছোটো ছোটো সাদা ভাতফুল ।
✍️২৯.০৪.২০২০