স্লোগান- ১
"ছেদনে যে মৃত্যু আসে, রোপণে হাসে জীবন।
গাছেরা তো মায়ের মতন চিরদিনের আপন।। "
স্লোগান-২
"সবুজ পাতায় ঘুমিয়ে আছে জীবনের পরমায়ু,
তবুও বৃক্ষছেদন ! নগরায়ণ ! বদলাচ্ছে জলবায়ু।"
(#সম্প্রতি স্লোগান দুটি এক স্লোগান কন্টেস্ট-এ মনোনীত হয়েছে)