গলে যাক সব অসাম্যের বরফ; সমন্বয়ের উত্তাপে,
ভরে উঠুক হৃদয় বাগান আজ প্রীতিরই গোলাপে ।
হিংসা নয় দ্বন্দ্ব নয় আর নয় কোনও হানাহানি ।
সত্যরা বাঁচুক স্বাধীন ভাবে । ছড়াক শান্তির বাণী ।
অনেক বইলো রক্তধারা । অনেক খসল অশ্রুদানা ।
প্রতিবাদের হাত ধরে গণতন্ত্র পাক তার ঠিকানা ।
আর নয় মৃত্যু মৃত্যু রব দখলদারির এ সভ্যতা জুড়ে ।
এবার নতুন গান লেখা হোক ভালোবাসারই রোদ্দুরে ।
হাতের মুঠোয় মজুত থাক আজ একতা-ঐক্যবল ।
সুদিন আসবেই ধ্বংস হবেই নৃশংস বর্বরতার দল ।
সাহসিকতায় সাফল্য আসে ভীরুতায় পরাজয় ।
এসো বন্ধু, হাতে হাত রেখে রুখে দিই সকল অবক্ষয় ।