আকাশ পিঠে মেঘের চাদর; বাইরে বৃষ্টি নামার উৎসব,
তুমি আমি আজ ঘর বন্দি চায়ের সাথে গল্প গুজব।
অনেক কথাই খুলছে দুয়ার, মান-অভিমান উধাও এখন।
খুশির ছোঁয়ায় ভিজছে এ মন; বৃষ্টি ভেজা গাছের মতন।
ইচ্ছে গুলো মেলছে ডানা; হাঁটছে দৃষ্টি চোখ বরাবর,
ভালোবাসা পেলো যেন ভালোবাসার আজ পরিসর।
চোখের পাতায় স্বপ্ন প্রদীপ। গলছে জমাট বুকের ব্যথা।
মুহূর্তরা ডুবুরি হয়ে মাপছে প্রেমের গভীরতা ।
জাপটে তুমি ধরো এবার! জমুক ঠোঁটে উষ্ণতার রোদ,
দুটি মনের সম্মতিতে ভাঙুক আজই সব দ্বিধা-বোধ ।
পাশে তুমি থাকবে জানি এমনই করে সারাজীবন।
অনুরাগে আদর সুখে গড়ব নতুন সবুজ ভুবন।।
****d***