গ্রীষ্মের বিস্তৃত উষ্ণতার সাম্রাজ্যে
হঠাৎ বৃষ্টি নেমে আসার মতো
তুমি কাছে এলে-
বুকের খাঁচায় বন্দি ইচ্ছে নামক টিয়াপাখিটা
কেমন যেন লাফালাফি শুরু করে দেয়।
অবাধ্য বালকের মতো চেঁচামেচি করতে থাকে
খাঁচা ভেঙে বেরানোর জন্য।
আমি অবশ্য তোমার দিকে তাকিয়ে
তোমার সম্মোহনী চোখের ভাষা অনুবাদ করে
সময় মতো আগল খুলে দিই ।
সে পাখি তখন প্রেমের গান ধরে ।
আর সবুজ দুটি ডানা মেলে খুঁজে নেয়
তোমার হৃদয় অরণ্যের ভেতর
তার স্থায়ী ঠিকানা।
গড়ে তোলে এক শাশ্বত ভালোবাসার নীড়।
********