তুমি পাশে থাকলে আলোর কী প্রয়োজন?
নিভিয়ে দাও মোমবাতি।
পোড়া সলতের মতো
এখন অন্ধকার থাকুক এ ঘর; এ বারান্দা।
আমি তোমার আঙুলে আঙুল ছুঁয়ে
চিনে নেবো- সব ইশারার ইস্তাহার।
নিঃশ্বাসের শব্দে বুঝে নেবো-
প্রশ্রয়ী প্রেমের পাটিগণিত।
মেখে নেবো- বাতাসের স্পর্শ পাওয়া
ছাল-বাকলহীন গাছের মতো
ঘন আদরের গুঁড়ো।
ছড়িয়ে দেবো জমাট অন্ধকারের
শাখায় শাখায় সুখের জোনাকি ... ।