কাছে আসবে? এসো।
শহর ভিজিয়ে দেওয়া কিশোরী বৃষ্টির মতো
ভালোবেসো ।    

পাশে বসবে? বসো।  
চাঁদের পানে তাকিয়ে থাকা ধ্রুবতারার মতো
একটু হাসো।  

তাকিয়ে থাকবে? থাকো।
নদীর পিঠে পড়ন্ত বিকেলের রোদের মতো  
স্বপ্নের ছবি আঁকো ।  

জড়িয়ে ধরবে? ধরো ।  
সারা শরীর খুঁড়ে খুঁড়ে; কৃষকদের মতো    
আদরের চারা রোপণ করো।  

ঠোঁট রাখবে ঠোঁটে? রাখো ।  
জীবন নদীতে বিশ্বাসের খুঁটি পুঁতে পুঁতে  
গড়া হোক সম্পর্কের সাঁকো।


        *******