মেঘের কারাগার ভেঙে
হীরক কুচির মতো বৃষ্টি নেমে এলে,
বুকের চিলেকোঠায় থাকা কিশোর ইচ্ছেরা
তোমায় ঘিরে ডানা মেলে হংসবলাকার মতো।
ডানা মেলে আনকোরা অচিন অনুভূতির উপত্যকায়
তোমার সাথে হারিয়ে যাওয়ার জন্য ।
আর তুমি এ সব ইচ্ছেদের ডানায়
যখন সম্মতি সূচক মৃদু হাসির স্বাক্ষর টেনে;
সদ্য ফোটা কদম ফুলের মতো তাকিয়ে থাকো ।
আমি ধীরে ধীরে
তোমার সে দৃষ্টির দিগন্তরেখা পেরিয়ে
শুরু করি― একটা ভিজে যাওয়ার গল্প।
শুরু করি―
তোমার কমলালেবুর কোষের মতো ঠোঁটে
উষ্ণতার বীজরোপণ পর্ব ......।