মনের ভেতর অপেক্ষার নদী
ভাসছে অভিমানের চাঁই,
তুমি দেখছ সব ম্যাসেজগুলো
তবু করছ না রিপ্লাই।
হয়তো তোমার সময় শাখায়
ধরেছে এখন ব্যস্ততার মুকুল,
তবু একটু কথা বলার জন্য
এ মনটা হয় ভীষণ ব্যাকুল।
অবহেলা যে একাকীত্ব বাড়ায়
তোলে হৃদয়ে তুমুল ঝড়,
ভালোবাসার মাটি আঁকড়ে
থাকুক না সম্পর্কের শিকড়।
নীরবতা জুড়ে দীর্ঘশ্বাসের নকশা
তোমার ভরসা খুঁজছে মন,
আঁধার ভরাট জীবন যাদের
তাদেরই তো আলোর প্রয়োজন।
দুটি চোখের কোণে জলপ্রপাত
কে বা আর চায় বলো প্রিয়,
সমস্ত রাগ হোক না অনুরাগ
তুমি সময় করে রিপ্লাই দিও।